Saturday, April 10, 2010

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা

ব্যস্ত সময়ে যখন একটু অবসর পাই তখন মনে হয় কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। কবিগুরুর মতো মনে মনে নয়। সত্যি সত্যি। এখানকার দর্শনীয় স্হানের মধ্যে রয়েছে ন্যাচারাল ট্রেইল, ঘন সবুজ বন, পার্ক আর নদী।

Thursday, April 1, 2010

শুরু হলো পটোম্যাকের তীর থেকে শব্দের বুনন

অনেক বছর ধরেই প্রবাসে বসবাস। বাস করি পটোম্যাক নদীর খুব কাছে। পটোম্যাক নদী বছর ধরে বয়ে চলে রাজধানী ওয়াশিংটন ডিসির পাড় ঘেঁষে। আমেরিকার দু'টি অঙ্গরাজ্য ম্যারিল্যান্ড আর ভার্জিনিয়ার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক সাগরে মিশে যায়। অবসর পেলেই পটোম্যাকের তীরে বসে সময় কাটাই। গোধুলি লগ্নে নীল আকাশ রক্তিম হয়ে উঠে, সাদা মেঘ দল বেঁধে আকাশে ভেসে বেড়ায়। এ রকম সময়ে পটোম্যাকের শান্ত ঢেউগুলো আমাকে মুগ্ধ করে রাখে, দোলায় আমার মনকে। শুরু হয় শব্দের বুনন।

নদীর তীর দিয়ে সীগাল উড়ে যায়। বন্য হাঁসগুলো ভাসতে ভাসতে অলস সময় কাটায়। তার মাঝে মনে পড়ে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের কোন এক নদীতে ভাসমান এক পানকৌড়ির কথা। ভাবি, নিজেও যেন একটা পানকৌড়ি হয়ে গেছি।